পারদ (Mercury)
নাম পর্যায় (Synonyms) : পারদ, রস, চপল/চঞ্চল, পারা অমৃত,ইন্দ্র, শিব বীর্য, অনন্ত, মহারস, রসেন্দ্র লোকনাথ ইত্যাদি । পারদের পরিচয়-পারদ একটি খনিজ পদার্থ যা হিংগুণের মধ্যে বিরাজিত থাকে।
প্রাপ্তি স্থান-পৃথিবীর বহু দেশে পারদ পাওয়া যায়। যথা আফ্রিকার-সোমালিয়া, তিউনিশিয়া, সেনেগাল, সাউথ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের স্পেন, ইতালি, এশিয়া মাইনর, ইরান, চীন, জাপান, ব্রাজিল । এছাড়াও বহু দেশে পারদ পাওয়া যায় ।
পারদের সপ্তক কষ্ণুক দোষসমূহ
(১) পপী
(২) পাটলী
(৩) ভেদী
(৪) ভাবী
(৫) মলকারী
(৬) অন্ধকারী
(৭) ধ্বাংক্ষী
এই সপ্ত কষ্ণুক দোষ শোধন না করে পারদ ঔষধে ব্যবহার করা উচিত নয়।
0 মন্তব্যসমূহ