Ad Code

Responsive Advertisement

পেটের গ্যাস কমানোর ৫টি খাবারের নাম ও গুনাগুন

 পেটের গ্যাস কমানোর ৫টি খাবারের নাম ও গুনাগুন



১) শসাঃ- শসা পেট ঠাণ্ডা রাখতে অনেক বেশি কার্যকরী খাদ্য। এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়।


২) দইঃ-দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়।


৩) পেঁপেঃ-পেঁপেতে রয়েছে পাপায়া নামক এনজাইম যা হজমশক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে।


৪) কলা ও কমলাঃ- কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কলার স্যলুবল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে।


৫) আদাঃ- আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হবে।


এসএম আজাদ হোসেন চৌধুরী 

DAMS (মোজাহের আয়ুর্বেদীয় মেডিক্যাল কলেজ চট্টগ্রাম)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ