Ad Code

Responsive Advertisement

কোন ঔষুধ খেলে পেট পরিষ্কার হয়..?

কোন ঔষুধ খেলে পেট পরিষ্কার হয় 

  • সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে অসংখ্যক অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদের স্তরে স্তরে সৃষ্টি করেছেন। আল্লাহ তায়ালা যেমন রোগ দিয়েছেন তার শেফাও দিয়েছেন।যেমন,আল্লাহ তায়ালা বলেন ওয়া নুনাজ্জিলুল কুরআনা মা হুয়াস শিফা।


  • প্রিয় পাঠক বন্ধুরা, আজকে আলোচনা করবো পেট ফাঁপা হলে,গ্যাস হলে,বা কোষ্ঠকাঠিন্য হলে কিভাবে পেট পরিষ্কার করবেন তা নিয়ে। বর্তমান বাজারে বিভিন্ন ব্রান্ডের ঔষুধ পাওয়া যায় পেট ফাঁপা, গ্যাস,বা কোষ্ঠকাঠিন্যের জন্য। এবং এই ঔষুধ গুলোর পার্শ্বপ্রতিক্রিয়াও বলা বাহুল্য। আজ আমি আপনাদের মাঝে এমন একটি আয়ুর্বেদ শাস্ত্রের ঔষুধ নিয়ে আলোচনা করবো যা আপনাকে অল্প সময়ের মধ্যে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া সুস্থ করে তুলবে। আর ঔষুধটির নাম হলো আমাদের সবার চেনা সোনা পাতা।



সোনাপাতার বিবরণঃ-

  • সোনা পাতা একটি বীরুৎ জাতীয় গাছ। গাছটি আমাদের দেশে সোনা পাতা, সোনামুখী নামে পরিচিত। ইংরেজিতে এই পাতার নাম Senna। বৈজ্ঞানিক নাম Cassia angustifolia Vahl।সোনাপাতা দেখতে সোনালী চিকন অনেকটা সজনে পাতার মত। গাছে হলুদ রঙের ফুল ফুটে।এবং এই গাছকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চিনে।


 সোনাপাতা কিভাবে সেবন করবেন.?

  • আপনি ১ গ্লাস পানিতে ২ চিমটি পাতা রাতে ভিজিয়ে রেখে সকাল বেলা পানিটা ছেঁকে খেয়ে ফেলবেন। অথবা একটা সসপ্যানে বা ছোট ডেকচিতে ১ মগ পরিমাণ পানি দিয়ে জ্বাল দিতে থাকুন। পানি ফুটলে চা পাতা যেভাবে দেয় সেরকম দু চিমটি পাতা ছেড়ে দিন ফুটন্ত পানিতে। ১/২ মিনিট পর দেখবেন পাতা থেকে চায়ের লিকারের মত গাড় রঙ বের হচ্ছে। ৪/৫ মিনিট এভাবে ফুটিয়ে পানির রঙ লিকারের মত হলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন। তারপর একটু ঠাণ্ডা হলে সকাল বেলা খালি পেটে খেয়ে নিন। ৩০/৪০ মিনিট পর পেট পরিষ্কার হয়ে যাবে।


সোনাপাতা সেবনের পর সাবধানতাঃ-

  • সোনাপাতার পানি খেয়ে বাথরুমের আশেপাশে থাকবেন। আর ঘরের বাইরে গেলে মাথায় রাখবেন যেন দ্রুত বাথরুমে যেতে পারেন। আপনার ২ থেকে ৩ বার পেট পরিষ্কার হবে। যা ভিতরের সব চিপে বের করে দিবে।


  • সপ্তাহে ২/৩ দিন এই পানীয় টা খেতে পারেন। আপনার পেটে সহজে গ্যাস  হবে না
  • আজাদ ঔষুধালয় চট্টগ্রাম। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ